জাতীয় সঙ্গীত
সোমবার | ১৬-০৬-২০২৫ |
খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদরাসা

গ্রাম-খাজুরতলী,ডাকঘর-রামানন্দী,সদর,লক্ষ্মীপুর।

স্থাপিতঃ ১৯৯৫ খ্রিঃ
EIIN: 106987 | MPO Code: 1001162103
School Code: 17908

প্রশাসনিক

সভাপতির বাণী
সুলতান আহমদ ভুঁইয়া

প্রতিষ্ঠাতা ও সভাপতি

তথ্য ও যোগাযাগ প্রযুক্তি মানুষের জীবন ধারনের  পদ্ধতিকে বদলে দিয়েছে - জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ যোগ  করেছে নতুন মাত্রা। শির্ক্ষা্থীরা সহজেই  ঘরে বসে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। এই রকম মহতি উদ্যোগের জন্য যথাযথ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। সাথে সাথে খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদরাসার উত্তরোত্তর  সফলতা  কামনা করছি। 

সুপারের বাণী
গিয়াস উদ্দিন মাহমুদ

সুপার

আলহামদুলিল্লাহ, উন্নত মানবসম্পদ ও সু-শিক্ষিত জাতি গঠনের উদ্দেশ্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা কমিটির প্রচেষ্টায় আজ খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদ্রাসা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্রনায়ক, সাহিত্যিক, গবেষক। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত ও স্থায়ী পরিবর্তন। শিক্ষার্থীদের মানসম্মত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে ইসলামিক ও সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।